গোপালগঞ্জে দুই বংশের আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ৩০

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে দুই বংশের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।আজ সকালে সদর উপজেলার দক্ষিন ফুকরাা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, দির্ঘ দিন ধরে ফুকরা গ্রামে সিকদার বংশের সাইফুল সিকদার ও মোল্লা বংশের হারুন মোল্লার মধ্যে আধিপত্য বিস্তার বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে আজ সকালে ধান ক্ষেতের পানি পাম্প চুরি হওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি নিয়ে ইউপি সদস্য এনামুল হকের নেতৃত্বে হামলা হয়মোল্লঅ বংশের উপর। বাড়িঘর ও দোকানঘর ভাংচুর করা হয়। ঘণ্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্য াজেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*