গোপালগঞ্জে বৃষ্টির জন্য প্রার্থনায় ইস্তিসকার নামাজ ও মোনাজাত


শেখ শুয়ানুজ্জামান:
বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকার নামাজ আদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে। আজ সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেছেনকেন্দ্রীয়কোর্ট মসজিদের খতিব মুফতি হাফিজুর রহমান। তীব্র গরম আর সূর্যের তাপ উপেক্ষা করে নামাজে অংশ নিয়েছেন শত শত মুসল্লি। নামাজ শেষে মহান আল্লাহর দরবারে বৃষ্টি প্রার্থনায় কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা।মুসল্লিরা বলেন, আমরা এই তাপপ্রবাহ থেকে বাঁচতে মহান আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে এই নামাজ আদায় করেছি।বৃষ্টির জন্য হাহাকার পড়েছে চারদিকে। ফসলি জমি শুকিয়ে গেছে। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই নামাজ আদায় করেন আলেম উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা।প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে মাঠঘাট কৃষিজমি। তীব্র খরায় ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন মানুষ।
নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনাকারী মুফতি হাফিজুর রহমান বলেন, বৃষ্টি না হওয়ায় হাহাকার চলছে। এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনসহ আনুগত্য প্রকাশে এই নামাজ আদায় ও দোয়া মোনাজাত করা হয়। আল্লাহ যেন রহমত নাজিল করেন, এটিই আমাদের উদ্দেশ্য

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*