গোপালগঞ্জের গরীবের নেতা রাজু শিকদারের জানাজায় জনতার ঢল

রাজিয়া সুলতানা:
গরীবের নেতা হিসেবে পরিচিত গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক, জেলা শ্রমিক লীগের সভাপতি ও গোপালগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রেজাউল হক শিকদার রাজুর জানাজায় হাজার হাজার জনতার ঢল নামে।

বুধবার (২৪ এপ্রিল) বাদ আছর গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় গোপালগঞ্জের নেতাকর্মী , শ্রমিক, দিনমজুর, সহ সকল শ্রেনীর হাজার হাজার মানুষ অংশ নেয়।

গরীবের বন্ধু, গোপালগঞ্জের মানুষের প্রিয় নেতা মরহুম রেজাউল হক শিকদার রাজুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মননীয় প্রধানমন্ত্রীর (এপিএস-২) গাজী হাফিজুর রহমান লিকু, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারন সম্পাদক জিএম সাহাবউদ্দিন আজম, পৌর মেয়র শেখ রকিব হোসেন, টুঙ্গিপাড়া মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল সহ জেলার বিভিন্ন নেতাকর্মীরা। পরে মুসলিম, হিন্দু , বৈদ্ধ সহ বিভিন্ন সম্প্রদায়ের সাধারন মানুষের ঢল নামে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।

উল্ল্যেখ্য, আজ সকাল ৮টায় ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এ চিকিৎসাধীন অস্থায় মৃত্যুবরন করেন সাবেক মেয়র রেজাউল হক শিকদার রাজু। ২১ এপ্রিল রবিবার হৃদরোগে অসুস্থ্য হয়ে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এ রেফার্ট করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে রেজাউল হক শিকদার রাজুর বয়স হয়েছিলো ৬৩বছর।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গোপালগঞ্জ-২ আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম, জেলা আওয়ামী লীগ, জেলা শ্রমিক লীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আজ এক শোক বার্তায় শেখ হাসিনা গোপালগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি রাজুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*