গোপালগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর ২৪২ জনের মাঝে চেক বিতরণ করেছেন পৌর মেয়র শেখ রকিব

রাজিয়া সুলতানা:
গোপালগঞ্জ পৌরসভার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় প্রান্তিক ২৪২ জনের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

প্রান্তিক জনগোষ্ঠীর ২৪২জন সদস্যের মাঝে মোট ৮ লাখ ৪০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার (০২ এপ্রিল) দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে অনুদানের চেক তুলে দেন পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, পৌর সচিব এ এইচ এম রকিবুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান, নাড়ু গোপাল সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও কাউন্সিলরবৃন্দ।

চেক বিতরন অনুষ্ঠানে মেয়র জানান, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভার হাজার হাজার পরিবার সহায়তা পেয়েছে। অনুদানের টাকা দিয়ে প্রান্তিক নারীরা কুটিরশিল্প, সেলাই, হাসমুরগি পালনসহ ক্ষুদ্র ব্যবসা গড়ে তুলবে। এতে পরিবার ও সমাজে নারীর ক্ষমতায়ন হবে। অনুদান ক্ষুদ্র হলেও সঠিকভাবে নারীরা এ অর্থ কাজে লাগায় তাহলে পৌর এলাকার প্রান্তিক নারীরা স্ব স্ব পরিবারে অবদান রাখবে। একনিষ্ঠভাবে কাজ করলে প্রত্যেক নারী এক একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হবে। এতে করে পৌরসভা এলাকায় কোনো অসহায়-দরিদ্র মানুষ থাকবে না। আগামী দিনেও সরকারের এ প্রকল্প চলমান থাকবে বলে জানান তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*