কোটালীপাড়ায় ৬ লক্ষ টাকার নিষিদ্ধ জালে অগ্নিসংযোগ, মজুদ কারীকে ১ বছরের কারাদন্ড

কোটালীপাড়া প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৬ লক্ষ টাকা মুল্যের নিষিদ্ধ ঘোষিত চায়ণা জালে অগ্নিসংযোগ মজুদকারীকে ১ বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এ কারাদন্ডের আদেশ দেন মোবাইকোর্টের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ। এর আগে উপজেলার ঘাঘর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইলকোর্ট অভিযান চালিয়ে মেসার্স বরকত স্টোর থেকে ৪ টি ও সবুজ স্টোর থেকে ১৮৬ টি নিষিদ্ধ ঘোষিত চায়ণা দুয়ারী জাল উদ্ধার করা হয়।

এ সময় বরকত স্টোরের মালিক পালিয়ে গেলে সবুজ স্টোরের মালিক মজুদকারী বাবুল খানঁকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত জালে উপজেলা পরিষদ মাঠে অগ্নিসংযোগ করা হয় এবং মালিক বাবুল খানঁকে নিষিদ্ধ ঘোষিত জাল মজুদ রেখে বিক্রয় করার অপরাধে এক বছরের কারাদন্ড ও নগত ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ধংস কৃত ১৯০ টি জালের মুল্য ৬ ল টাকা ছিল বলে ধারণা করা হচ্ছে। মোবাইলকোর্টে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ। তাকে সহযোগিতা করেন উপজেলা সহকারি মৎস্য অফিসার আনিসুর রহমান প্রধান ও এসআই আব্দুল করিম মোল্লা, মৎস্য দপ্তরের তৈমুর হাওলাদার ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*