গোপালগঞ্জে জেলা ব্র্যান্ডিং কার্যক্রমের হাতে-কলমে প্রশিক্ষন কর্মশালা

গোপালগঞ্জ :
গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের এটুআই প্রোগ্রামের সহযোগিতায় জেলা ব্র্যান্ডিং কার্যক্রমের সক্ষমতা উন্নয়নে জেলা পর্যায়ে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে হাতে-কলমে দুইদিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে দুই দিন ব্যাপী এই কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইলিয়াছুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যজিস্ট্রেট মো: সালাউদ্দিন, এটুআই প্রকল্পের মো: আরিফুল ইসলাম ও ওমর ফারুখ। অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, দৈনিক বর্তমান গোপালগঞ্জ এর সম্পাদক শেখ মোস্তফা জামান, সাংবাদিক মিজানুর রহমান মানিক, সঞ্জয় বিশ্বাস সহ জেলা পর্যায়ের ৪০জন উদ্যোক্তা কর্মশালায় অংশগ্রহন করেন।
এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইলিয়াছুর রহমান এই কর্মশালা উদ্ধোধন করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*