গোপালগঞ্জ পৌরসভার মাল্টিসেক্টোরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটির কর্মপরিকল্পনা বিষয়ক সভা

গোপালগঞ্জ :
প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় গোপালগঞ্জ পৌরসভার মাল্টিসেক্টোরাল নিউট্রিশন কে-অর্ডিনেশন কমিটির কর্মপরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (২৭ মার্চ) দুপুরে গোপালগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র কাজী লিয়াকত আলী এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ এস এম আলীনুর ইসলাম, বস্তিউন্নয়ন কর্মকর্তা জুলফিকার আলী মোল্লা, জেলা তথ্য অফিসার মঈনুল ইসলাম, দৈনিক বর্তমান গোপালগঞ্জ এর সম্পাদক শেখ মোস্তফা জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো: আলতাফ হোসেন, সমাজসেবা অফিসার ফারহানা নাসরিন, ব্রাকের সমন্বয়কারী মো: আবদুল্লাহ ফারুখ, আইসিডিডিআরবি এর আরও তাজমুল হক সরদার ও মাল্টিসেক্টোরাল নিউট্রিশন কে-অর্ডিনেশন কমিটির সদস্য সচিব বিধান জন কস্তা ।

পৌর মেয়র কাজী লিয়াকত আলী সভাপতির বক্তব্যে বলেন, প্রতিটি শিশু পুষ্টি নিয়ে জন্ম গ্রহন করলে জাতি গঠনে বিশেষ ভূমিকা রাখবে। তাই প্রত্যেক গর্ভবতী মায়ের প্রতি যতœবান হতে হবে।
এছাড়া পৌরসভার মাল্টিসেক্টোরাল নিউট্রিশন কে-অর্ডিনেশন কমিটির প্রত্যেককে যার যার অবস্থানে থেকে পুষ্টি কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করার অনুরোধ করেন পৌর মেয়র কাজী লিয়াকত আলী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*