গোপালগঞ্জ হাসপাতালের সামনে জনদুর্ভোগ, এগিয়ে আসলো এলজিইডি

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রধান গেইটে দীর্ঘদিন ধরে খানা-খন্দ আর বড় বড় গর্তে পরিনত ছিলো। হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও স্বজনরা প্রায়ই ওই স্থানে এসে দুর্ঘটনার শিকার হতো। এতে চরম দুর্ভেগে ছিলো অন্তঃসত্ত্বা নারী ও মুমূর্ষ রোগীরা।
এই জনদুর্ভোগের কথা চিন্তা করে রাতেই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো: এহসানুল হক তার একটি টিম নিয়ে জেলা প্রশাসক শাহিদা সুলতানার সহযোগীতায় হাসপাতালের মুল ফটকের রাস্তার কাজ সংস্কার করে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাশেদুর রহমান, এলজিইডি’র সিনিয়র প্রকৌশলী সরদার একরামুল কবীর, সদর উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর আল-আমিন সহ প্রশাসনের উর্ধ্বতম কর্মকর্তাগণ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচীর আওতায় জেলার সড়ক উন্নয়ন কাজ অব্যহত থাকবে বলে জানালেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: এহসানুল হক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*