গোপালগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

গোপালগঞ্জ :
নানা কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, ও আলোচনা সভা, যুব ঋনের চেক বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার (১ নভেম্বর) সকালে “প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে

একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে যুব দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলাম এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা আওয়ামীলীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সায়াদ উদ্দিন মিরাজ, জেলা যুব ও যুব মহিলা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে সভায় যুব ঋণের চেক ও যুব প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।

এছাড়া শহর পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান, পারিবারিক হাঁস মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন সহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*