গোপালগঞ্জে ঘন কুয়াশার চাদর ভেদ করে উঁকি দিতে পারছে না সূর্য

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে শীত জেকে বসেছে। হঠাৎ করে তামমাত্রা কমে যাওয়ায় জেলার ছিন্নমূল, গরীব ও খেটে খাওয়া মানুষ কষ্ট পাচ্ছে। ঠান্ডা ও শ্বাসকষ্ট জনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
সন্ধ্যা নামতে না নামতেই শহরে ভিড় কমতে থাকে। দোকানপাট বন্ধ হয়ে যায়। কয়েক দিন ধরে এ অবস্থা চলছে। লোকজন খড়, শুকনো পাতা ও ডালপালা জড়ো করে তাতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

ঘন কুয়াশার চাদর ভেদ করে উঁকি দিতে পারছে না সূর্য। রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। দিনের দীর্ঘ সময় যানবাহন চলাচল করছে বাতি জ্বালিয়ে ও ধীরগতিতে। দুপুর ১২টার দিকে কিছুটা পরিষ্কার হচ্ছে আশপাশ। এর আগ পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হচ্ছে না। রাতেও একই অবস্থা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*