গোপালগঞ্জে করোনা ভ্যাকসিন এর বুস্টার ডোজ দেওয়া শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে শুরু হয়েছে করোনা ভ্যাকসিন এর বুস্টার ডোজ প্রদান । ৬০ বছরের বেশি বয়সী ও করোনাকালে যাঁরা সম্মুখসারিতে থেকে কাজ করেছেন, তাঁদের করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে।
আজ সকালে গোপালগঞ্জ মেডিকেল কলেজে এ বুস্টার ডোজ টিকাদান এর কার্যক্র শুরু করা হয়। গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.এস এম  সাকিবুর  রহমান  জানান, প্রথমদিকে ৬০ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। জেলার পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে প্রতিদিন ২ হাজার মানুষ কে এ টিকা প্রদান করা হচ্ছে। আগে টিকার জন্য সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করা নির্দিষ্ট নম্বরে এসএমএস পাঠানো হচ্ছে। এসএমএস ছাড়া কাউকেই হচ্ছে না টিকা। এসএমএস পাওয়া ব্যক্তিরা কার্ড নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে বুস্টার ডোজের টিকা নিতে পারবেন বলে জানান এ কর্মকর্তা । এদিকে সরকারের আইসিটি বিভাগ থেকে বলা হয়েছে, বুস্টার ডোজের জন্য আলাদা করে নিবন্ধন করতে হবে না। তবে বুস্টার ডোজ নেওয়ার জন্য নতুন করে টিকা কার্ড ডাউনলোড করে নিতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*