কাশিয়ানীতে সরকারি জায়গার গাছ বিক্রি করলেন ইউপি চেয়ারম্যান

কাশিয়ানী :
গোপালগঞ্জের কাশিয়ানীতে সরকারি জায়গার গাছ বিক্রি করার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে।

উপজেলার রাতইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বি.এম হারুন-আর রশীদ পিনু বিশ্বাসের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান বিএম হারুন অর রশিদ পিনু উপজেলার রাতইল বাজারের পশ্চিম পাশে নদীর পাড়ে সরকারি জায়গা থেকে বিশালাকৃতির একটি রেইট্রি গাছ ও একটি তালগাছ একই ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য আনিসুজ্জামান মুন্না মোল্লার কাছে ২২ হাজার টাকায় বিক্রি করেছেন।

ইউপি সদস্য মুন্না মোল্যার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি ২২ হাজার টাকায় গাছ দুটি চেয়ারম্যানের কাছ থেকে কিনেছি। সরকারি জমির গাছ কি-না, তা আমি জানি না। তবে ওখানকার অধিকাংশ জমি খাস বলে জানি।

তারাইল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শংকর কুমার বাড়ৈ বলেন, সরকারি জায়গার গাছ কাটা হচ্ছে জানতে পেরে সেখানে গিয়ে কাছ কাটতে বাঁধা দেই এবং বিষয়টি এসিল্যান্ড স্যারকে জানাই। গাছগুলো গ্রাম পুলিশ লুৎফার শেখের জিম্মায় রেখে আসি। পরবর্তীতে জানতে পারি কাউকে কিছু না জানিয়ে গাছ দুটি কেটে নিয়ে গেছে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান বি.এম হারুন আর রশীদ পিনু বিশ্বাসের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায় বলেন, তারাইল ভূমি অফিস থেকে একটি প্রতিবেদন পেয়েছি। অনুমতি ছাড়া সরকারি জমির এ গাছ ইউপি চেয়ারম্যান কিভাবে বিক্রি করলেন, আর ইউপি সদস্য তা কিভাবে কিনলেন। এ ব্যাপারে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে। #

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*