গোপালগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গোপালগঞ্জ :
‘উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে গোপালগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

সকাল সাড়ে ৯টায় আইডিইবির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

এসময় আইডিইবির জেলা শাখার সভাপতি বিএম এহসানুল কবির, এর সভাপতিত্বে গোপালগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী মো: জাহিদুল ইসলাম, আইডিইবির জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হালিম খান, সাংগঠনিক সম্পাদক তন্ময় গোলদার, জেলা কমিটির কর্মকর্তাগণসহ আইডিইবির সদস্যভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশ জনমিতি বিভাজনের সুবর্ণ সময় অতিক্রম করছে, এই কর্মক্ষম জনগোষ্ঠীর উদ্ভাবনী ধারণা বিকাশ ও সেটির প্রয়োগে উদ্যোক্তা সৃষ্টির বিকল্প নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*