গোপালগঞ্জে ঝড়ে গাছ চাপায় ২ নারীর মৃত্যু

রাজিয়া সুলতানা:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে গাছের চাপায় শারমিন আক্তার (২৫), রোমেছা বেগম (৫৮) নামে দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার  (২৪ অক্টোবর) রাতে টুঙ্গিপাড়া উপজেলার পাঁচকাহনিয়া ও বাঁশবাড়িয়া চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গতকাল রাতে প্রবল বেগে বাতাস শুরু হলে টুঙ্গিপাড়ার পাঁচকাহনিয়া গ্রামের রেজাউল এর ঘরের ওপর একটি গাছ ভেঙে পড়ে। এ সময় ঘরের মধ্যে থাকা রেজাউলের স্ত্রী শারমিন আক্তার গাছচাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।

এদিকে বাঁশবাড়িয়া চরপাড়া গ্রামের হান্নান তালুকদারের ঘরের ওপর একটি গাছ উপড়ে পড়ে। পরে ওই গাছ সরাতে গেলে রোমেছা বেগম গাছচাপায় নিহত হন।

নিহতরা হলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাঁচ কাহনীয়া গ্রামের রেজাউল খাঁর স্ত্রী শারমিন আক্তার এবং একই উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের হান্নান তালুকদারের স্ত্রী রোমেছা বেগম।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ঘূর্ণিঝড়ের সময় দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বাড়িঘর মেরামত করে দেওয়া হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*