কোটালীপাড়ায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ইনচার্জকে কুপিয়ে হত্যা

 

গোপালগঞ্জ :

গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ইনচার্জ পোল গোমেজ (৪৫) কে ছুরিঘাকাত করে কুপিয়ে হত্যা করেছে ঐ কেন্দ্রে চিকিৎসা থাকা এক যুবক। আজ ২৫ মার্চ  উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের দেবগ্রামে অবস্থিত বাংলাদেশ ইয়ুথ ফাস্ট কনসান্স মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির ম্যানেজার নয়ন দাস বলেন, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ইনচার্জ পোল গোমেজ (৪৫) কিচেন রুমে কাজ করতে ছিলো। এ সময় কেন্দ্রের চিকিৎসারত যবুক কিংকর বাড়ৈ ( ২১) হঠাৎ কিচেন রুমে প্রবেশ করে ইনচার্জ পোল গোমেজের হাতে থাকা ছুরি জোর পূর্বক ছিনিয়ে নিয়ে ইনচার্জকে এলোপাতারি ভাবে কুপিয়ে আহত করে।
এ সময় পোল গমেজের চিৎকারে সহকর্মীরা তাকে উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
নিহত পোল গোমেজ গাজীপুর জেলার টঙ্গী থানার পাগাড়পাড় গ্রামের মৃত রাফাল গোমেজের ছেলে ।

মাদকাসক্তি কিংকর বাড়ৈ (২১) মাদারীপুর জেলার ডাসার উপজেলার উত্তরখিল গ্রামের রঘুনাথ বাড়ৈর ছেলে।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) জাকারিয়া ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, আমরা খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করি এবং অভিযুক্ত যুবককে ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করি। এ বিষয়ে মামলার প্র¯ু‘তি চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*