টুঙ্গিপাড়ায় সমাজ ভিত্তিক পূর্নবাসন : প্রতিবন্ধীদের প্রাণের দাবী

গোপালগঞ্জ

টুঙ্গিপাড়া উপজেলায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান ও তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা (টুঙ্গিপড়া, কোটালীপাড়া) টুঙ্গিপাড়া উপজেলার হিন্দ্র অধ্যুষিত নিচু এলঅকা গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া, পাথরঘাটা, সোনাখালী, মিত্রডাঙ্গা, চাপাইল) প্রতিবন্ধী শিশুর সংখ্যা অন্যান্য ইউনিয়নের তুলনায় অনেক বেশি প্রায় ১১০০ জন। শিক্ষা ব্যবস্থার স্বল্পতা, আর্থিক অস্বচ্ছলতা ও সচেতনতার অভাবে উক্ত ইউনিয়নে প্রতিবন্ধীতার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদেও সম্পর্কে কুসংস্কার খুবই প্রকট। এমতঅবস্থায় গোপালপুর ইউনিয়নের প্রতিবন্ধীরা প্রতিনিয়ত সামাজিক, আর্থিক বঞ্চনার শিকার হচ্ছে। প্রতিবন্ধীদের চিকিৎসা শিক্ষা, পূর্নবাসন, সহায়ক উপকরণ প্রদানের জন্য প্রতিবন্ধীদের একমাত্র আসার বাতিঘর “প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র” টুঙ্গিপাড়ার কেরালকোপা গ্রামে অবস্থিত। যা কিনা গোপালপুর ইউনিয়ন হতে প্রায় ৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত। এমতবস্থায় দরিদ্র প্রতিবন্ধী শিশু শারীরিক অক্ষমতা ও আর্থিক অস্বচ্ছলতার কারনে সরকারি ভাবে বিনামূল্যে এ সেবা কার্যক্রম হতে বঞ্চিত হচ্ছে। এরই প্রেক্ষিতে গোপালপুর ইউনিয়নের প্রতিবন্ধীদের এবং তাদের নিয়ে কাজ করা বিভিন্ন হিষৈী সংগঠনের প্রাণের দাবি community based rehabilitation (CBR) program ঢ়ৎড়মৎধস (সমাজ ভিত্তিক পুর্নবাসন) কার্যক্রম চালু করা। যাতে করে সমাজের সবচেয়ে অবহেলিত এ জনগোষ্ঠী বিকশিত হতে পারে, এবং দক্ষ মানব সম্পাদে রুপান্তরিত হয়ে সমাজের মূল  ধারায় সম্পৃক্ত হতে পারে। পরিচালনা কারী সংস্থা সোনাখালী মানব কল্যান সেবা সংঘ।

জোয়ারিয়া মানব কল্যান প্রতিবন্ধী বিদ্যালয়ের ছবি  সংগৃহিত

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*