সুজুকি ২৫০ সিসির মোটরসাইকেল এখন গোপালগঞ্জ শাওন মটরস্ শোরুমে

মোঃ আল ইমরান সুমনঃ
গোপালগঞ্জ মেসার্স শাওন মটরস্ শোরুমে এখন থেকে পাওয়া যাবে ২৫০ সিসির দুটি দ্রুতগতির মোটরসাইকেল। মোটরসাইকেল দুটির মডেল হচ্ছে সুজুকি জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০।মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে শহরতলীর মান্দারতলা রোডের বাকচিবাড়ি গোপালগঞ্জ শাওন মটরস্ শোরুমে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মোটরসাইকেল দুটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে শাওন মটরস্ শোরুমের মালিক মাজহারুল রহমান শাওন বলেন, অত্যাধুনিক প্রযুক্তি ও পারফরম্যান্স নিয়ে আসা মোটরসাইকেল দুটিতে ২৫০ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন। এটিতে উন্নত ফুয়েল ইনজেকশন এফআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে সর্বোচ্চ পাওয়ার ডেলিভারি এবং জ্বালানি সাশ্রয় হবে। আর ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে সুজুকি অয়েল কুলিং সিস্টেম (এসওসিএস) ব্যবহার করা হয়েছে।

এদিকে মটোজিপি প্রযুক্তির আদলে তৈরি ইঞ্জিনের বাইক দুটিতে ৬ স্পিড গিয়ারবক্স রয়েছে, যা সঠিক শক্তি সরবরাহ এবং নিখুঁত নিয়ন্ত্রণ নিশ্চিত করে। ডুয়েল-চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম রাইডারদের উচ্চ গতিতে বা হঠাৎ ব্রেকিংয়ের সময় নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রদান করে, যা রাস্তায় আত্মবিশ্বাসী রাইডিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।
জিক্সার ২৫০-এ ম্যাট ব্লাক এবং ম্যাট ব্লু; জিক্সার এসএফ ২৫০-এ ম্যাট ব্লাক, ম্যাট ব্লু, নিউ এডিশন মটো জিপি এবং নাইট্রো নিয়ান এডিশনের অ্যাগ্রেসিভ ডিজাইন রঙে পাওয়া যাবে। জিক্সার ২৫০-এর দাম নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৯৯ হাজার ৯৫০ টাকা এবং জিক্সার এসএফ ২৫০-এর দাম ৪ লাখ ৪৯ হাজার ৯৫০ টাকা।

তিনি আরও বলেন, সুজুকি রাইডারদের জন্য উন্নত আফটার-সেলস সেবা নিশ্চিত করেছে। সার্ভিস সেন্টারগুলোতে এফআই কিনার এবং প্রশিক্ষিত টেকনিশিয়ান রয়েছে, যারা বাইকের সর্বোচ্চ পারফরম্যান্স বজায় রাখতে সাহায্য করবে। রাইডাররা নিরবচ্ছিন্ন সার্ভিস এবং আসল যন্ত্রাংশ পাওয়ার ব্যাপারেও নিশ্চিন্ত থাকবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, তাজুল ইসলাম, দৈনিক বর্তমান গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ মোস্তফা জামান, মিঠুন দাস, হাসান ও কামরুজ্জামান সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*