গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের কেন্দ্রিয় সভাপতির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর দক্ষিনপাড়া লতিফপুর আদর্শ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই সংবাদ সম্মেলন হয়।
এ বিষয়ে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের গোপালগঞ্জ জেলা কমিটির সাধারন সম্পাদক মো: জাকারিয়া ইসলাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ কাশিয়ানী উপজেলা শাখার বহিস্কৃত সভাপতি হাসান জামান সংগঠনের নাম ব্যবহার করে বহির্ভূত ফান্ড গঠন করে গোপনে টাকা আদায় শুরু করেন। বিষয়টি জানাজানি হলে কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতিকুর রহমান রাজা তাকে বহিস্কার করেন। পরবর্তিতে ২ ডিসেম্বর ২০২৪ তারিখে হাসান জামান পদ ফিরে না পাওয়ায় প্রতিহিংসা বশত কেন্দ্রীয় কমিটির সভাপতি আতিকুর রহমান রাজার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করেন। এ বিষয়ে জেলা ও উপজেলা কমিটির সদস্যরা মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের গোপালগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ওমিও সরকার, টুঙ্গিপাড়ার সভাপতি স্বপন সেন, সাধারন সম্পাদক হাবিবুর রহমান, কোটালীপাড়ার সভাপতি পরিমল বাড়ৈ, সাধারন সম্পাদক হীরেন্দ্রনাথ বিশ্বাস।
Leave a Reply