রাজিয়া সুলতানাঃ
গোপালগঞ্জে সোহাগ পরিবহন ও লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন মাছুম (৫০) নামে এক ফেরিওয়ালা ও বাসের মালিক ইলিয়াস কাজী (৫৫)। আজ সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা- খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া বাস স্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাছুম ফেরিওয়ালার বাড়ি যশোরের মনিরামপুর। তিনি গোপালগঞ্জ শহরে ভ্যানে ফেরি করে বিভিন্ন মালামাল বিক্রি করতেন।
পুলিশ জানায়, মাছুম প্রতিদিনের মতো শহরে ভ্যানে ফেরি করে মালামাল বিক্রি করতে বের হয়। সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া বাস স্ট্যান্ডে পৌঁছালে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও লোকাল বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। লোকাল বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাছুম নিহত হন। সংঘর্ষে আহত হয় বাসের অন্তত ১৫ যাত্রী। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে গুরুতর আহত অবস্থায় লোকাল বাসের মালিক ইলিয়াস কাজীকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায়।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Leave a Reply