গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে বিজয় দিবস উপলক্ষে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুুধবার (২৭ নভেম্বর) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো:গোলাম কবির।
সভায় উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ স্থানীয় সরকার শাখা এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী মো: এহসানুল হক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার, দৈনিক বর্তমান গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ মোস্তফা জামান প্রমূখ।
এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, স্থানীয় উদ্যোক্তাদের পণ্য সামগ্রী নিয়ে বিজয়মেলা, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
Leave a Reply