গোপালগঞ্জ প্রতিনিধি:
সব ধরনের সুযোগ-সুবিধাসহ চাকরি পুনর্বহাল ও কারাবন্দীদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন গোপালগঞ্জের চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। বুধবার (২৭ নভেম্বর) সকালে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধনের পর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা।
এ সময় গোপালগঞ্জ জেলা বিডিআর কল্যাণ পরিষদের সমন্বয়ক সুবেদার মোঃ মাসুদুজ্জামান ও মনিরুল ইসলামের নেতৃত্বে সিপাহী জমসেদ, সাবেক বিডিয়ার সদস্যের কন্যা তানজিমা সহ অন্যান্য চাকুরিচ্যুত বিডিআর ছাড়াও তাদের পরিবারের সদস্যরা এই মানববন্ধনে অংশ নেয়। তাদের হাতে ছিলো প্রতিবাদী ব্যানার ও বিভিন্ন দাবি লেখা প্ল্যাকার্ড।
মানববন্ধনে জেলবন্দি নিরাপরাধ বিডিআর সদস্যদের মুক্তি ও সকল চাকরিচ্যুত সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং ২০০৯ সালে পিলখানা হত্যাকান্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের হত্যার ঘটনায় বিচারের দাবী জানান তারা।
পরে গোপালগঞ্জের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।
Leave a Reply