গোপালগঞ্জ শাহীন স্কুলে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে শত শত শিক্ষার্থী

মো: আল ইমরান সুমনঃ

সরাসরি টাঙ্গাইল হতে পরিচালিত শাহীন স্কুল এন্ড ক্যাডেট একাডেমি গোপালগঞ্জ শাখায়  SEF ফাউন্ডেশন বৃত্তি-২০২৪ পরীক্ষায় অংশ নিয়েছে ৫৬০ জন শিক্ষার্থী।

শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় শহরের গো-হাটা ব্রিজ সংলগ্ন শাহীন স্কুল এন্ড ক্যাডেট একাডেমি গোপালগঞ্জ শাখায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রাক-প্রাথমিক ও সরকারি-বেসরকারি বিভিন্ন স্কুলের পঞ্চম শ্রেনির ৫৬০ জন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এছাড়া ৮টি বিভাগীয় শহর সহ ৩৪টি জেলার ১২৫টি শাখায় একযোগে একই প্রশ্নপত্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীদের তাৎক্ষনিক চিকিৎসা সেবা প্রদানের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গোপালগঞ্জ ইউনিটের একটি মেডিকেল টিম নিয়োজিত ছিলো।

গোপালগঞ্জ শাহীন স্কুল এন্ড ক্যাডেট একাডেমি’র পরিচালক ও অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান (ফরহাদ) ও প্রধান শিক্ষক মো: আমিনুল ইসলাম (আমিন) বলেন, গোপালগঞ্জ শাখায় ৫৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। আগামী ১২ই ডিসেম্বর ২০২৪ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে। প্রথম স্থান অধিকারী পাবে নগদ ১০ হাজার, দ্বিতীয় ৬ হাজার ও তৃতীয় স্থান অধিকারী পাবে নগদ ৪ হাজার টাকা।

এছাড়া পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ৫০ জন মেধাবী শিক্ষার্থী পাবে ২০২৫ সনে নগদ টাকায় স্কলারশীপ এবং ৫০ শতাংশ ছাড়ে গোপালগঞ্জ শাহীন ক্যাডেট কোচিং এ ভর্তি হওয়ার সুযোগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*