গোপালগঞ্জে বিআরডিবি চেয়ারম্যান ও বিশিষ্ট ঠিকাদার সড়ক দুর্ঘটনায় নিহত

রাজিয়া সুলতানাঃ
গোপালগঞ্জে ট্রাকচাপায় বিশিষ্ট ব্যবসায়ী ঠিকাদার ও বিআরডিবি এর চেয়ারম্যান এস এম নুরুল ইসলাম (নুরু শিকদার) (৫০) নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরতলীর বেদগ্রাম মিতা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানান, নুরু শিকদার তার সহযোগী বাবুকে নিয়ে কোটালীপাড়া থেকে মোটরসাইকেলে শহরে ফিরছিলেন। মোটরসাইকেলটি বেদগ্রাম গোলচত্বর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে উঠলেই ঢাকাগামী পেঁয়াজ বোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং নুরু ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় বাবু নামে মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে বাবুকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঘাতক ট্রাকটিকে জব্দ করলেও চালককে আটক করতে পারেনি পুলিশ।

নিহত নুরু শিকদার গোপালগঞ্জ পৌরসভার সোনাকুড় এলাকার রেজাউল হক সিকদার রিজুর ছেলে। নুরু জেলার একজন প্রথম শ্রেণির ঠিকাদার। এ ছাড়াও তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বিআরডিবি এর চেয়ারম্যান।

তার মৃত্যুতে বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ, ঠিকাদার প্রতিষ্ঠান ও দৈনিক বর্তমান গোপালগঞ্জ পরিবার শোক জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*