গোপালগঞ্জ স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করা হবে- জেলা প্রশাসক

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করা হবে। একই সাথে পরিস্কার পরিচ্ছন্ন ও চিকিৎসক সংকট দুর করে রোগীদের সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এইচপিভি ক্যাচ-আপ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলায় কর্মকরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় এ সভার আয়োজন করে।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. নিশাত তামান্না, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: দিপংকর বিশ্বাস, সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ, দৈনিক বর্তমান গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ মোস্তফা জামান বক্তব্য রাখেন।

এসময় সিভিল সার্জন ডা. মোঃ মাসুদ রানা জানান, আগামী ১০ নভেম্বর গোপালগঞ্জে এইচপিভি ক্যাচ-আপ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। ক্যাম্পে ৫ম শ্রেণি থেকে ৯ম শ্রেণির ছাত্রী বা ১০ বছর থেকে ১৪ বছর বয়সী ১৩ হাজার ১৬২ কিশোরীকে এইচপিভি টিকা দেওয়া হবে। এর মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ২ হাজার ৬১৫ জন, গোপালগঞ্জ পৌরসভায় ১ হাজার ১৮৪ জন, কোটালীপাড়া উপজেলায় ২ হাজার ৯০৩ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১ হাজার ৪৩৭ জন, কাশিয়ানী উপজেলায় ২ হাজার ২৯৫ জন ও মুকসুদপুর উপজেলায় ২ হাজার ৭২৮জন কিশোরী রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*