গোপালগঞ্জে তরুণদের সহযোগীতা নিয়ে দুর্নীতিমুক্ত জেলা গড়বো- জেলা প্রশাসক

রাজিয়া সুলতানাঃ
তরুণদের সহযোগীতা নিয়ে গোপালগঞ্জ কে একটি দুর্নীতিমুক্ত জেলা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

তিনি বলেন, একটি দেশের তরুণ প্রজন্মের ওপর সে দেশের ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করে। কারণ তারাই দেশের ভবিষ্যৎ কর্ণধার। তাদের হাত ধরেই দেশ এগিয়ে যাবে। তাদের সৃজনশীল চিন্তাধারা এগিয়ে নেবে বাংলাদেশকে। তরুণদের মধ্যে আছে অজেয়কে জয় করার প্রত্যাশা। তারা স্বপ্ন দেখবে, স্বপ্ন দেখাবে, স্বপ্নের সমান হবে আর স্বপ্নকে অতিক্রম করে গড়ে তুলবে বাংলাদেশকে। যুব তরুণরা যেটা করতে পারবে আমরা সেটা করতে পারবো না। কারণ তাদের চিন্তা আমাদের চিন্তা এক নয়। আবার এর পরের জেনারেশন আরো এগিয়ে যাবে।

আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তরুণদের পড়াশোনার পাশাপাশি সামাজিক সংগঠনে অংশগ্রহণ করতে হবে। এতেও তরুণেরা আরো এগিয়ে যাবে। তবে তরুণদের সবমসময় পজিটিভ বিষয় নিয়ে ভাবতে হবে। নেগেটিভ বিষয় নিয়ে ভাবলে সবকিছু থেকে পিছিয়ে পড়তে হবে। তোমাদের ভবিষ্যৎ কিভাবে সুনিশ্চিত করা যায়, উজ্জল করা যায় সেটা নিয়ে আমরা ভাবছি। আবার তোমরা তোমাদের পরের প্রজন্মকে নিয়ে ভাববা। বর্তমান সময়ের প্রেক্ষিতে তরুণ ও যুব সমাজের প্রতি নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবির, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ ওহিদ আলম লস্কর, জেলা তথ্য অফিসার মো: সুলাইমান। এছাড়া বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*