রাজিয়া সুলতানা:
গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ছায়াবীথি বৃক্ষ প্রেমী সোসাইটি বাংলাদেশের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
ছায়াবীথির আহ্বান, বেশি বেশি গাছ লাগান এই প্রতিপাদ্য সামনে রেখে বুধবার (২৩ অক্টোবর) সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ শহরের এসএম মডেল স্কুলের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে পৌরসভা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক আজহারুল ইসলাম। ছায়াবীথি বৃক্ষ প্রেমী সোসাইটির সভাপতি প্রফেসর মেজর (অব.) সরদার নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশ্রাফুল হক, জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আহসান হাবীব, এস কে আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ, সোসাইটির সম্পাদক ও সরকারি বঙ্গবন্ধু কলেজের বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শুকলাল বিশ্বাস, সোসাইটির উদ্যোক্তা ও কোষাধক্ষ মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে গাছের চারা বিতরণ, পৌরসভা চত্বরে বৃক্ষ রোপন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার এবং ছায়াবীথি বৃক্ষ প্রেমী সোসাইটি অ্যাওয়ার্ড- ২০২৪ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলাম।
Leave a Reply