গোপালগঞ্জ রিপোর্ট:
২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) ২য় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর ২০২৪)-এর আওতায় তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে গোপালগঞ্জ জেলা তথ্য অফিস এর আয়োজনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০ টার দিকে শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজে এ নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ বেনজীর আহমেদ। তিনি বাল্যবিবাহ, যৌতুক ও নারী শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের সচেতন হবার নির্দেশনা দেন।
সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমান গোপালগঞ্জ নারী উন্নয়ন ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইসলাম শিক্ষা সহযোগী অধ্যাপক এ. কে. এম. সাহাবুদ্দিন, সমাজ বিজ্ঞান সহযোগী অধ্যাপক পারভীন সুলতানা, এবং গোপালগঞ্জ সহকারী তথ্য অফিসার মোঃ শাহ আব্দুর রাহম নুরন্নবী।
Leave a Reply