রাজিয়া সুলতানাঃ
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেছেন, গোপালগঞ্জে লাইসেন্স ছাড়া কোনো চালক গাড়ি চালাতে পারবে না। একজন অদক্ষ ড্রাইভারকে লাইসেন্স দেওয়া মানে মৃত্যুর পরোয়ানা দেওয়া। ঘুম ও মোবাইল বিহীন গাড়ি চালাতে হবে। দুর্ঘটনা রোধে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করবো।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গোপালগঞ্জে সম্প্রতি সড়ক দুর্ঘটনার মাত্রা উদ্বেগ জনক হারে বেড়ে গেছে। এতে বিআরটিএ পুলিশ সহ সকলকে সচেতন হতে হবে, এবং প্রতিরোধ করতে হবে। এই সড়কে ১৬ হাজার ইজিবাইক, ১২শ মাহেন্দ্র ও ৬শ ট্রলি রয়েছে এরা যদি নিয়ম-কানুন না মানে তাহলে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর কবির চন্দন, গোপালগঞ্জ বিআরটিএ এর মটর যান পরিদর্শক মো: জিয়া উদ্দিন, দৈনিক বর্তমান গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ মোস্তফা জামান প্রমুখ ।
কর্মসূচীতে জেলা প্রশাসন, সড়ক বিভাগ ও বিআরটিএ’র কর্মকর্তা-কর্মচারী ছাড়াও জেলার বাসমালিক সমিতি, জেলা মটর শ্রমিক ইউনিয়ন, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্য সামনে রেখে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সার্বিক সহযোগীতায় সড়ক বিভাগ ও বিআর টিএ এই কর্মসূচীর আয়োজন করে।
Leave a Reply