রাজিয়া সুলতানাঃ
গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
সরকার পরিবর্তনের পর সাবেক বিএনপি নেতা এম,এস খান মনজু বঙ্গবন্ধু সড়কের পাশের সরকারি জায়গাটি দখল করে নেয়। পরে সোমবার বিকালে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার ভ্রাম্যমান আদালতের একটি প্রতিনিধি দল নিয়ে ওই স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়। আগামীতেও এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।
এ বিষয়ে এস এম খান মনজু’র লোকজন বলেন, এই জায়গাটি নিয়ে দীর্ঘদিন ধরে কোর্টে মামলা চলমান রয়েছে।
Leave a Reply