কাশিয়ানীতে বাসের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু

রাজিয়া সুলতানাঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় কানাই বিশ্বাস (৩১) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ (৫ সেপ্টম্বর) সকালে ঢাকা- খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চাপতা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত কানাই কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের পূর্নেন্দু বিশ্বাসের ছেলে। তিনি ফরিদপুর জেলার সদরপুরের একটি বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

পুলিশ জানায়, স্কুল শিক্ষক কানাই বিশ্বাস তার কর্মস্থল ফরিদপুরের সদরপুর থেকে মোটরসাইকেল চালিয়ে কাশিয়ানী যাচ্ছিলেন। ঢাকা-খুলনা মহাসড়কের চাপতা মাদ্রাসার কাছে পৌঁছালে দ্রুতগামী যাত্রীবাহী বাস পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় মোটর সাইকেল আরোহী কানাই বিশ্বাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*