রাজিয়া সুলতানাঃ
গোপালগঞ্জের সড়ক অলিগলি ও সরকারি বিভিন্ন দপ্তরে পরিবর্তন দেখা গেছে। কোনো সরকার সংশ্লিষ্ট দপ্তরে আগের মতো বঙ্গবন্ধু বা শেখ হাসিনার কোনো ছবি দেখা যাচ্ছে না। বঙ্গবন্ধু ও সদ্য সাবেক প্রধানমন্ত্রীর ছবি ও পরিচিতি সরিয়ে ফেলা হয়েছে।
গোপালগঞ্জের প্রধান সড়ক ও অফিস আদালত সহ বিভিন্ন অলিগলি ছেয়ে গেছে নতুন নতুন ব্যানার ফেস্টুনে। হঠাৎ করে সরকার পরিবর্তন হওয়ায় বিভিন্ন অলিগলিতে বিএনপি ও রাজনৈতিক নেতাকর্মীদের ছবি এখন ব্যানারে দৃশ্যমান হয়েছে।
গত ১৫ বছরে এসব ছবি দেখাই যায়নি। ১৫ আগষ্ট আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ছবিতে ছেয়ে যেত গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সহ পুরো জেলা। বর্তমানে নতুন নতুন ব্যানারে ছেয়ে গেছে পুরো এলাকা। এমনকি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সামনের গেট ও ভিতরের বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলা হয়েছে।
এখন নতুন ব্যানার ফেস্টুনে অধিকাংশই বিএনপি ও তাদের অংগসংগঠনের নেতাকর্মীদের ছবি চোখে পড়ার মতো। বিদ্যুতের খুঁটি থেকে শুরু করে প্রধান সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি স্থাপনা থেকে বাসাবাড়ি কিছুই বাদ যায়নি। বাদ নেই সড়কে চলাচলরত রিকশা-অটোরিকশাও। প্রতিটি অলিগলিতে ঝুলছে বিএনপি ও তাদের অংগসংগঠনের ব্যানার-ফেস্টুন ও তোরণ। শহরের কোনো এলাকা বাদ নেই, যেখানে ব্যানার-ফেস্টুন নেই।
এদিকে হঠাৎ করে রাজনৈতিক প্রেক্ষাপট চেইঞ্জ হওয়ায় গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মামলা হওয়ায় অনেকে গাঁ ঢাকা দিয়েছে।
Leave a Reply