গোপালগঞ্জ :
গোপালগঞ্জ সিটি স্কয়ার শপিং মল দোকান মালিক সমিতির পুনাঙ্গ কমিটি গঠনে মতবিনিময় সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ আগষ্ট) সন্ধ্যায় সিটি স্কয়ার শপিং মল দোকান মালিক সমিতির আয়োজনে শহরের চৌরঙ্গী এলাকায় ব্লু-গার্ডেনে এই মতবিনিময় ও নৈশভোজ সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সদস্যরা পুনাঙ্গ কমিটির সভাপতি ৮ নং লতিফপুর ইউপি চেয়ারম্যান জাফর হোসেন (কালু) কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন, সহ- সভাপতি মোঃ মিজানুর রহমান শেখ (নুপুর কম্পিউটার), সাধারন সম্পাদক মুন্সী আবু সুফিয়ান তুহিন (তুহিন কম্পিউটার), সহ-সাধারন সম্পাদক দুলাল চৌধুরী রাহুল (চৌধুরী কম্পিউটার), ক্যাশিয়ার মোঃ হাফিজুর রহমান (হাফসা কম্পিউটার), কার্যকরি সদস্য হাসান মিনা (মিনা কম্পিউটার), শেখ মোস্তফা জামান (দৈনিক বর্তমান গোপালগঞ্জ), কাজী সাইদুর রহমান (মা কম্পিউটার), মোঃ নজরুল ইসলাম মোল্লা (রংধনু কালার ল্যাব), আলী আজম মোল্লা (সুমাইয়া কম্পিউটার), মোঃ হাফিজুর রহমান (রিয়া কম্পিউটার), গোলাম রসুল (এন.আর কম্পিউটার), মো: তরিকুল ইসলাম (জিয়া কম্পিউটার), মোঃ শাকিল মিনা (ল্যাবরেটরী কম্পিউটার)।
সভা শেষে নৈশভোজের মাধ্যমে সভাটির সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply