কাশিয়ানীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: নিহত বেড়ে ৬

রাজিয়া সুলতানাঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুই নারীসহ মোট ছয়জন নিহত হলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন।

রোববার (০১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী এলাকার মোতালেব শেখ এর ছেলে রইচ শেখ (২৪), বাগেরহাটের সারুলিয়া বারইগাতী এলাকার হাসিব মোল্লার ছেলে সাগর মোল্লা (২৫), খুলনার সামাদ আলী (৪০), সাকিবুর রহমান (৩৫), তানিয়া আফরোজ (২৮) ও তার মা তহুরা বেগম (৫৫)। নিহতরা সবাই বাসের যাত্রী ছিলেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের সঙ্গে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি দুমড়ে মুচড়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে। এতে ঘটনাস্থলে নারীসহ বাসের পাঁচ যাত্রী নিহত হন। আহত হন অন্তত ২০ জন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরোও একজনের মৃত্যু হয়েছে।

এছাড়া গুরুতর আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*