গোপালগঞ্জে এলজিইডি’র নারী কর্মীদের সঞ্চয়ের চেক ও সনদ বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি:
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আয়োজনে গোপালগঞ্জ সদর উপজেলায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের মেয়াদ সমাপ্ত হওয়ায় প্রতিটি ইউনিয়নের ১০ জন করে ২১ টি ইউনিয়নের ২১০ জন দুঃস্থ নারী কর্মীর ৪ বছরের সঞ্চয়কৃত মোট ২ কোটি ৫০ লাখ ৬ হাজার ৯শ’ ৭৫ টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগষ্ট) সকালে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা প্রকৌশলী এস,এম, জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন সহ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২১০ জন নারী কর্মী প্রত্যেকে অতিথিদের কাছ থেকে ১ লক্ষ ১৯ হাজার ৫ শত ১৩ টাকার চেক ও সনদপত্র গ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক তাঁর বক্তব্যে বলেন, ১ লাখ ১৯ হাজার টাকা আপনাদের জন্য অনেক বড় একটা এমাউন্ট। আপনারা যদি এই টাকা সঠিকভাবে কাজে লাগান এবং ভালো কিছুতে বিনিয়োগ করেন তাহলে ভবিষ্যতে আপনারা দেখবেন একদিন স্বাবলম্বী হয়ে গেছেন। এই টাকা আপনাদের জন্য একটা সম্পদ। আপনারা যাতে অন্যের কাছে হাত পেতে বাঁচতে না হয় পরিশ্রম করে টাকা উপার্জন করে নিজের পায়ে দাঁড়াতে পারেন সেটাই ছিল এই প্রকল্পের উদ্দেশ্য। এই প্রকল্পের আওতায় গ্রামীন রাস্তা মেরামতের কাজ করে আপনারা যেমন আর্থিকভাবে লাভবান হয়েছেন তেমনি দেশের সেবাও করে গেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*