রাজিয়া সুলতানা:
দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক সহ বিভিন্ন সড়কে বিএনসিসি ট্রাফিক নিয়ন্ত্রন কার্যক্রমে অংশগ্রহন করতে দেখা গেছে। আনসার বাহিনীর সাথে সমন্বয় করে তারা কাজ করছে।
উল্লেখ্য, দেশের চলমান পরিস্থিতিতে কিছু স্বার্থান্বেষী মহল পুলিশ বাহিনীর ওপর আক্রমণ করছে। প্রত্যেক জেলার এক বা একাধিক থানা স্বার্থান্বেষী মহলের রোষাণলে পড়ে। ফলে এই মুহূর্তে বাংলাদেশে পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছে। সড়কে ট্রাফিক কন্ট্রোলের জন্য কোনো পুলিশের উপস্থিতি নেই। এর কারণে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতে আগ্রহী ক্যাডেটরা আনসার বাহিনীর সাথে সমন্বয় করে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এই দায়িত্ব প্রত্যাহার করা হবে বলে জানা যায়।
Leave a Reply