গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসের ৬ চিকিৎসক সহ কর্মকর্তা-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

রাজিয়া সুলতানা:
গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয় এর নিয়ন্ত্রাধীন প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের বদলীজনিত পদন্নতি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ‘জয়ধ্বনি’ সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অবসরজনিত ও বিদায়ী কর্মকর্তা-কর্মচারী হলেন, ইউএইচএন্ডএফপিও কাশিয়ানী ডা: মাহমুদুল হাসান, ইউএইচএন্ডএফপিও কোটালীপাড়া ডা: নন্দা সেন গুপ্তা, ইউএইচএন্ডএফপিও সদর ডা: নিপা বেপারী, ইউএইচএন্ডএফপিও ডা: তানসিভ জুবায়ের, মেডিকেল অফিসার ডা: সাদ মাহামুদ জয়, জেলা ইপিআই সুপাররিনটেনডেন্ট দ্বিপক রঞ্জন সরকার, জেলা স্যানিটারী ইন্সপেক্টর পরিমল মন্ডল, প্রধান সহকারী আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বদলীজনিত পদন্নতিপ্রাপ্ত ও অবসরজনিত কর্মকর্তা কর্মচারীদের সংবর্ধনা হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সিভিল সার্জন ডা: মোহাম্মদ জিল্লুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলার সিভিল সার্জন ডা: মাহমুদুল হাসান, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাস, মেডিকেল অফিসার ডা: সাকিবুর রহমান, ডা: রাবেয়া খাতুন সহ জেলার পাঁচটি উপজেলার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: সাকিবুর রহমান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*