রাজিয়া সুলতানা:
কর্মক্ষেত্রে অসামান্য অবদান ও সততার সঙ্গে কাজ করার স্বীকৃতি হিসেবে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ৩ কর্মকর্তা-কর্মচারী।
মঙ্গলবার (৩০ জুলাই) গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ‘জয়ধ্বনি’ সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা: মোহাম্মদ জিল্লুর রহমান বিজয়ীদের মধ্যে শুদ্ধাচার পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
পুরস্কৃত কর্মকর্তা-কর্মচারী হলেন, মেডিকেল অফিসার ডা: দিবাকর বিশ্বাস, উচ্চমান সহকারী মোকাররম মোল্লা, কুক-মশালচি মো: আবুল বাশার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলার সিভিল সার্জন ডা: মাহমুদুল হাসান, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাস , ডা: রাবেয়া খাতুন, কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: নন্দা সেন গুপ্তা, নিপা বেপারী, ডা: সাদ মাহামুদ জয়, মেডিকেল অফিসার ডা: সাকিবুর রহমান সহ জেলার পাঁচটি উপজেলার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: সাকিবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করা হয়।
Leave a Reply