গোপালগঞ্জ রিপোর্টঃ
স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। শনিবার (৮ জুন) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আল-বেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম প্রমূখ।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন অনুসরণ করে বর্তমান সরকার স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলেছে। এ ব্যবস্থাপনায় নাগরিক সেবা প্রাপ্তি সহজ ও সুন্দর হয়েছে। নাগরিক সেবা প্রাপ্তির সুবিধা গ্রহণ করতে নাগরিকদের স্মার্ট হতে হবে। ভূমি সেবা সপ্তাহ ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি করবে।
তিনি আরও বলেন, আজ ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী ভূমি সেবা চলমান থাকবে। এতে থাকছে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিষ্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহন, নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহন এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ, অনলাইনে আবেদনকৃত মৌজাম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা, জরিপ সংক্রান্ত বিষয়ে গণশুনানি, আপত্তি/আপিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ, সেবা গ্রহীতাদেও সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার জবাব সরাসরি প্রদান এবং সর্বজনীন পেনশন স্কিমের রেজিষ্ট্রেশন।
Leave a Reply