গোপালগঞ্জে লাশ নিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ, দুই ঘন্টা যান চলাচল বন্ধ

রাজিয়া সুলতানা:
গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্র দিঘলীয়ায় উপজেলা নির্বাচন পরবর্তী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ওয়াছিকুল ভূঁইয়া নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বিচারের দাবিতে লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করেছে কয়েক’শ বিক্ষুব্ধ জনতা। আজ বুধবার (১৫ মে) দুপুর থেকে গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়ক এর সদর উপজেলার চেচানিয়া কান্দি এলাকায় অবরোধ শুরু হয়। সড়কে টায়ার জালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। এর ফলে সড়কের দুইপাশে আটকা পড়ে শত শত যানবাহন ও পথচারীরা।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্র দিঘলীয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চায়ের দোকানে দু’দলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও গ্রামের আধিপত্য নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তীতে গ্রামে মাইকিং করে উপজেলা নির্বাচনের দু’দলের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘষর্ষে লিপ্ত হলে দোকানপাট ও বাড়িঘর ভাংচুর করা হয়। এসময় গুলিতে ওছিকুর ভূঁইয়া নামে একজন নিহত হয় এবং আহত হয়েছে আরও ৫ জন। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

আজ সকালে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে ওছিকুরের মরদেহ নিয়ে বিচারের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ করে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ, র‌্যাব, বিজিবি শহরে মোতায়েন করা হয়েছে।

এরপর প্রায় দুই ঘন্টা পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*