গোপালগঞ্জে প্রবীণদের স্বাস্থ্য সেবায় করণীয় বিষয়ক কর্মশালা

গোপালগঞ্জ রিপোর্টঃ
গোপালগঞ্জে প্রবীণদের স্বাস্থ্য সেবায় করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মে) সকালে সিভিল সার্জন অফিসের আয়োজনে ও লাইফস্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় Campaign on Promoting Awareness on Geriatric Health and Palliative Care বিষয়ে জনসচেতনতা সৃষ্টির কার্যক্রম হিসেবে বেসরকারী কনসালটিং ফার্ম প্লে ডক্টর নামক প্রতিষ্ঠান এর সহযোগীতায় গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে জেলার প্রবীণ ব্যাক্তিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা: মো: জিল্লুর রহমান, প্রাক্তন সিভিল সার্জন শফিকুল আলম, মেডিকেল অফিসার ডা: দিবাকর বিশ্বাস, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আরিফুল ইসলাম চৌধুরী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও প্রবীণ ব্যাক্তিরা।

সিভিল সার্জন ডা: মো: জিল্লুর রহমান ও বক্তারা কর্মশালায় প্রবীণদের স্বাস্থ্য ও প্যালিয়েটিভ (প্রশমনমূলক) সেবায় করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

সিভিল সার্জন ডা: মো: জিল্লুর রহমান বলেন, বার্ধক্য মানুষের জীবনে একটি স্বাভাবিক পরিণতি। প্রবীণ ব্যক্তিদের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সুবিধাদি সৃষ্টি ও সম্প্রসারণ করতে হবে। প্রবীণদের জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা ও তা নিরাময়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রবীণরা যাতে দেশের চলমান সামাজিক, অর্থনৈনিক, রাজনৈতিক সাংস্কৃতিক ও জীবন শিক্ষায় তাদের অংশগ্রহণ অব্যাহত রাখতে পারেন সেজন্য সুযোগ সৃষ্টি করতে হবে। দীর্ঘ মেয়াদী, জীবন সংশয়ী বা নিরাময় সম্ভাবনাবিহীন অসুখে আক্রান্ত যে কোন বয়সের মানুষের জন্য প্যালিয়েটিভ (প্রশমনমূলক) কেয়ারের ব্যবস্থা করতে হবে। এছাড়াও, প্রবীণদের সাথে আমাদের করণীয় অকরণীয় বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*