
গোপালগঞ্জ :
গোপালগঞ্জে দ্রুতগামী ট্রাকের চাপায় জসিম মোল্যা (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয় তার স্ত্রী ও ৪ বছরের সন্তান।
সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দি নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ব্যবসায়ী জসিম মোল্লা সদর উপজেলার ঘোষগাতি থেকে মোটরসাইকেলে করে স্ত্রী-সন্তান নিয়ে শশুর বাড়ি উলপুরে যাচ্ছিলেন। ঢাকা-খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দি নামক স্থানে পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই জসিম মোল্লা নিহত হয় এবং স্ত্রী আফসানা বেগম(২২)ও মেয়ে রিয়া মনি (০৪) গুরুতর আহত হয়।
হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করলেও পালিয়েছে চালক ও হেলপার।
Leave a Reply