গোপালগঞ্জ :
গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নে আসন্ন নির্বাচনে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী শেখ ইকবাল হোসেন।
রবিবার (১৯ মার্চ) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর চেয়ারম্যান প্রার্থী শেখ ইকবাল হোসেন এর নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন তিনি।
এ সময় শেখ ইকবাল হোসেন বলেন, আমি (টেবিলফ্যান) মার্কায় চেয়ারম্যান পদে নির্বাচনের উদ্যোগ নিয়েছিলাম। এবার আমি নির্বাচন করছি না। সকলের প্রতি সম্মান আর ভালোবাসা রেখেই শেখ মঞ্জুর (টেলিফোন) মার্কাকে সমর্থন দিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানো ঘোষণা দিচ্ছি।
এ সময় সংবাদ সম্মেলনে ফিরোজ মোল্যা, জাহিদ শেখ, বিশু মোল্যা, কাইয়ুম মোল্যা সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply