গোপালগঞ্জ:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ৭ দেশের ৮ সামরিক কর্মকর্তা শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পন করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারা।
পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও প্রার্থনা করেন সামরিক কর্মকর্তাবৃন্দ । এরপর পরিবারের অন্যান্য সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতির পিতাকে।
এসময় অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিস্তিন ও তুরস্কের ৮ সামরিক প্রতিনিধি ও তাদের পরিবারের মোট ২২ সদস্যসহ অন্যন্যা কর্মকর্তারা সমাধি সৌধ এলাকা পরিদর্শন করেন।
Leave a Reply