জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাজশাহী অঞ্চলের শ্রদ্ধা

গোপালগঞ্জ :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাজশাহী অঞ্চলের নেতৃবৃন্দ।

শুক্রবার (২০ জানুয়ারী) দুপুরে নবনির্বাচিত বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট অগ্রণী ব্যাংক রাজশাহী আঞ্চলিক কমিটির উদ্যোগে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধের বেদিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারন সম্পাদক জি এম সাহাবউদ্দিন আজম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক মো: হাবিবুর রহমান, কাজী রোমেল, রাজশাহী বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব মো: হাতেম আলী।

এছাড়াও অন্যান্যদের মধ্যেদেশ বরেণ্য শিল্পী, সাহিত্যিক, সামাজিক, রাজনৈতিক, বুদ্ধিজীবি ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ জোটের কেন্দ্রীয়, ইউনিট কমিটি ও নবনির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে  বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*