গোপালগঞ্জ;
গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া গ্রামে জমিজমা বিরোধের জের ধরে আবদুল আলিম সরদার ও তার ভাই জামিল সরদার কে কুপিয়ে আহত করেছে আপন চাচাতো ভাইরা।
আবদুল আলিম সরদার এর স্ত্রী রনি বেগম ও স্থানীয়রা জানান, আমার স্বামী আবদুল হালিম সরদারের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। আজ শনিবার (১০ সেপ্টেম্বর ) সকালে এ ঘটনার জের ধরে মিমাংশার জন্য স্থানীয় লোকজনদের নিয়ে সালিশ বৈঠক এর আয়োজন করা হয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে কামাল সরদারের নেতৃত্বে তরিকুল সরদার তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে আবদুল আলিম সরদার ও ভাই জামিল সরদার দুই ভাইকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় আবদুল আলিম সরদার এর ভাতিজা আবদুল সোবহান সরদার জানান, অভিযুক্তদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply