গোপালগঞ্জে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র “আইনি সহায়তা প্রদান কর্মসূচি” বাস্তবায়নে মতবিনিময়

গোপালগঞ্জ:
বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’ এই শ্লোগানকে সামনে রেখে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র গোপালগঞ্জ এলাকার উদ্যোগে আইনি সহায়তা কর্মসূচী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকালে গোপালগঞ্জ পৌর এলাকার নবীনবাগ গোল্ডেন একাডেমী স্কুল ভবনের নিচ তলায় এ কর্মসূচীর আয়োজন করা হয়। প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এর কেন্দ্রীয় ব্যবস্থাপক মিজ্ রাশিদা বেগম এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাড. কাজী মেজবাহ উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মো: রিয়াজুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, প্রধান আলোচক প্রশিকার কেন্দ্রীয় অফিসের সংশ্লিষ্ট বিভাগের উপপরিচালক ও বিভাগ প্রধান এ্যাড. মোঃ আনিছুর রহমান কাজল, কবি ও সাহিত্যিক রবিন্দ্রনাথ অধিকারী, দৈনিক বর্তমান গোপালগঞ্জ এর সম্পাদক শেখ মোস্তফা জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, গোপালগঞ্জ উন্নয়ন এলাকার বিভাগীয় ব্যবস্থাপক সুজিত কুন্ডু ।

প্রধান অতিথি এ্যাড. কাজী মেজবাহ উদ্দীন বলেন, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র চার দশকের ও বেশি সময় ধরে বিভিন্ন রকম সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। তাই এই কর্মসূচীকে ধন্যবাদ জানিয়ে সকলকে নিজ নিজ জায়গায় থেকে আইনি বিষয়ে সচেতন হতে বলেন লিগ্যাল এইডের মাধ্যমে বিনামূল্যে আইনি পরামর্শ গ্রহনের জন্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*