গোপালগঞ্জে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা

গোপালগঞ্জ :
স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে গোপালগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত হয় ।
গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পৌর মেয়র শেখ রকিব হোসেন,জেলা আওয়ামীলীগের সিনিয়ির সহ সভাপতি শেখ মো: রুহুল আমিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন সহ বিভিন্ন সরকারি দফতরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন এ সভায় উপ¯ি’ত ছিলেন।
সভায় প্রধানমন্ত্রীসহ মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, সংসদ সদস্যবৃন্দসহ সরকারি উচ্চপদ কর্মকর্তাদের সার্বিক নিরাপত্তা, মিলাদ মাহফিলের স্তান যথাযথভাবে তৈরি করা,হেলিপ্যাড. মাজার প্রাঙ্গন ধোঁয়া-মোছা, বৈদ্যুতিক সংযোগসহ দিনটি যাতে ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হয় সেসব নানা বিষয়ে আলোচনা করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*