গোপালগঞ্জ :
গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী নকশা ও আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে। এছাড়া জেলার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ৮টায় প্রথমবারের মত নব নির্মিত ঈদগাহে নারী ও পুরষদের জন্য ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এর আগে গোপালগঞ্জে কোথাও নারীদের ঈদ জামাত অনুষ্ঠিত হয়নি। ঈদের প্রধান এ জামাতের ইমামতি করবেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মুফতি শেখ হাফিজুর রহমান।
এ বছর জেলা প্রশাসন ও গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে নারী ও পুরুষের জন্যে পৃথকভাবে ঈদগাহ ময়দানে ধর্মীয় নিয়ম-কানুন মেনে নামাজের ব্যবস্থা করা হয় ।
জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন শিশুসহ নানা বয়সের মানুষ। ঈদ জামাত উপলক্ষ্যে জেলায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এরপর সকাল সাড়ে ৮ টায় থানাপাড়া জামে মসজিদে দ্বিতীয় ও সকাল ৯ টায় গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
পরে ঈদুল ফিতরের নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা আওয়ামীলীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন সহ হাজার হাজার মুসল্লি।
গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী বলেন, বিভিন্ন মুসলিম দেশে মসজিদে নারীদের নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। আমরাও এবার প্রথম নারীদের জন্য ঈদগাহে নামাজের ব্যবস্থা করেছি।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, গোপালগঞ্জে একটি আন্তর্জাতিক মানের ঈদগাহ নির্মাণ করা হয়েছে। বিভিন্ন দেশে নারীদের জন্য আলাদাভাবে ঈদের নামাজ পড়ার ব্যবস্থা আছে। আমাদের দেশের জনগোষ্ঠীর একটি বৃহৎ অংশ নারী। সে কারণে আমরা ধর্মীয় সকল নিয়ম-কানুন মেনে স্বল্প পরিসরে পুরুষের পাশাপাশি নারীদের ঈদের নামাজ জামাতে পড়ার ব্যবস্থা করা হয়েছে।
Leave a Reply