গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ নিহত ২

রাজিয়া সুলতানা :
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য ইমরান হোসেন সহ দুই জন নিহত হয়েছে। গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্য ইমরান হোসেন (২০) নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাজড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার দারাজহাট গ্রামের মানিক মোল্লার ছেলে।

পুলিশ জানায়, সেনা সদস্য সৈনিক মোঃ ইমরান হোসেন ঢাকা থেকে ঈদের ছুটিতে মটরসাইকেলে করে গ্রামের বাড়ি যশোরে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া নামক স্থানে ঢাকাগামী একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ওই সৈনিক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায়প্রাইভেট কারের চালক পালিয়ে গেলেও মোটরসাইকেল ও ঘাতক প্রাইভেটকার হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।

এদিকে গোপালগঞ্জ সদর উপজেলার চর সোনাকুড় শ্মসান ব্রিজির কাছে মালবাহী একটি ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পরে যায়। এসময় ট্রলি চালক রোমান মোল্যা নিহত হয়। সে চর সোনাকুড় এলাকায় কামাল মোল্যার ছেলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*