গোপালগঞ্জে সড়কের উপর অবৈধ ভাবে মালামাল রাখায় ভ্রাম্যমান আদালতের অভিযান

গোপালগঞ্জ :
গোপালগঞ্জ শহরের সড়কে অবৈধ ভাবে মালামাল রাখায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার বিকালে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খান এর নেতৃত্বে শহরের চৌরঙ্গী ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয় ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খান জানান, শহরের কিছু ব্যাবসায়ী অবৈধভাবে রাস্তা দখল করে মালামাল রাখছিলো ও নোংরা করছিলো । তাদের প্রথমে সচেতন করেছি । পরবর্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আবার কিছু ছোট ব্যাবসায়ীরা রাস্তা দখল করে ব্যবসা করছিলো এতে পথচারিদের চলাচলের চরম দূর্ভোগ হচ্ছিলো।
এ দিকে ভ্রাম্যমান আদলতের অভিযানের খবর ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা সড়কের উপর থেকে দ্রুত মালামাল সরিয়ে নেয়। ভ্রাম্যমান আদালত চলে গেলে আবার পূনরায় মালামাল রাখা শুরু করে বলে দাবি সচেতন মহলের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*